
সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধভাবে কয়লা, বালির পাশাপাশি গরু পাচার রোধে জেলা প্রশাসন সক্রিয়। তাইতো জেলার বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন অবৈধভাবে কয়লা বালি গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতারের খবর পাওয়া যায়। সেরূপ রবিবার খয়রাশোল থানার পুলিশ টহলরত অবস্থায় স্থানীয় থানার পান সিউড়ী গ্রামের ক্যানেলপাড় সংলগ্ন এলাকা থেকে দশটি গরু ভর্তি একটি ছোটো লরি সহ এক ব্যক্তিকে আটক করা হয়। জানা যায় খয়রাশোল থানার পুলিশ মোবাইল ভ্যান নিয়ে টহলরত অবস্থায় স্থানীয় থানার পান সিউড়ী গ্রামের ক্যানেল পাড় লাগোয়া এলাকায় গরু বোঝাই একটি ছোট লরি আটক করে। গরু ভর্তি গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গরু গাড়ি সহ একজনকে আটক করে খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যাক্তি সদাইপুর থানার সাহাপুর গ্রামের সেখ কামালউদ্দিন।
