
শম্ভুনাথ সেনঃ
সংবিধান রক্ষার দাবিতে দেশজুড়ে ‘সংবিধান বাঁচাও’ সমাবেশের ডাক দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই কর্মসূচির লক্ষ্যে ২০ এপ্রিল বীরভূমের ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেস ও সেবাদলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। ইলামবাজার ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয় এবং সারা ইলামবাজার পরিক্রমা করে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দফা দাবি নিয়ে আজ আমরা পথে নেমেছি। এই সমাবেশের মূল লক্ষ্য হলো- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া একথা জানিয়েছেন কংগ্রেস কর্মী কেতাবউদ্দিন। এদিন ব্লক স্তরের অন্যান্য নেতৃবৃন্দ সহ দলের শাখা সংগঠনের সভাপতি শেখ নাজিমউদ্দিন, সেবাদল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট সৌভিক হাজরা সহ উপস্থিত ছিলেন এলাকার দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষজন। এই অভিযানের লক্ষ্য হলো জেলা সংগঠনের নেতৃত্ব সভাপতিদের আরও শক্তিশালি করা। ‘সংবিধান বাঁচাও’ সমাবেশটি একাধিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। বাড়ি বাড়ি প্রচার চালানো হবে, যার মূল লক্ষ্য হলো সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা থেকে শুরু করে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাওয়া, কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাম না পাওয়া, সংবিধানকে অবমাননা করার বিরুদ্ধে এই মিছিলে স্লোগান তোলা হয়।