
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলা পুলিশে বড়সড়ো রদবদলের খবর পাওয়া যায় ২২ এপ্রিল মঙ্গলবার রাতের দিকে। বীরভূম জেলা পুলিশ সুপারের কার্যালয় সিউড়ি থেকে এদিন এক বিজ্ঞপ্তিতে সেই রদবদলের খবর পাওয়া যায়। যার ডিও নম্বর ২২১৮, তারিখ ২২,০৪,২৫। সেই চিত্র মারফত দেখা যায় এস আই জয়ন্ত দাস কীর্নাহার থানার ওসি থেকে সদাইপুর থানায় ওসি হয়ে যাচ্ছেন। এস আই মনোজ সিং পাড়ুই থানার ওসি থেকে দুবরাজপুর থানার ওসি হয়ে আসছেন। এস আই পার্থ কুমার ঘোষ লোকপুর থানার ওসি থেকে পাড়ুই থানায় ওসি হচ্ছেন। এলএসআই কস্তুরী মুখার্জি চ্যাটার্জী শান্তিনিকেতন থানার ওসি থেকে ময়ূরেশ্বর থানায় ওসি হয়ে যাচ্ছেন। এস আই সায়ন্তন ব্যানার্জি লাভপুর থানার ওসি থেকে লোকপুর থানার ওসি হয়ে যাচ্ছেন। এসআই মহম্মদ মিকাইল মিয়া সদাইপুর থানার ওসি থেকে রামপুরহাট থানায় যাচ্ছেন। লেডি এসআই ঝুমুর সিনহা রাজনগর থানার ওসি থেকে বোলপুর মহিলা থানায় যাচ্ছেন। এসআই অনিল কুমার ময়ূরেশ্বর থানার ওসি থেকে সিউড়ি থানায় যাচ্ছেন। এসআই বন্ধন দেওঘরিয়া সাঁইথিয়া থানার ওসি থেকে বোলপুর থানায় পোস্টিং হচ্ছে। এসআই মহম্মদ সাকিব সাহেব সিউড়ি থানা থেকে কাঁকরতলা থানার ওসি হয়ে যাচ্ছেন। এসআই অমিতাভ পাল দুবরাজপুর থানা থেকে কীর্নাহার থানায় ওসি হচ্ছেন। লেডি এসআই ডলি মন্ডল লাভপুর থানা থেকে শান্তিনিকেতন থানার ওসি হচ্ছেন। এসআই আব্দুল গাফফার নানুর থানা থেকে লাভপুরে ওসি হয়ে যাচ্ছেন। এদিন জেলা পুলিশ সুপারের অফিস থেকে পাওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
