
সেখ রিয়াজুদ্দিনঃ
গত মঙ্গলবার কাশ্মীরের পাহেলগাঁও এ ২৮জন পর্যটককে নির্বিচারে গুলি চালিয়ে নৃসংশ ভাবে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া এবং হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রতিবাদ ও ধিক্কার জানানো হচ্ছে সর্বস্তর থেকে। সেরূপ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাশোল ব্লক যুব তৃণমুল কংগ্রেসের তরফে মোমবাতি মিছিল বের হয়। মিছিলটি তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থানীয় খয়রাশোল বাজার, থানা, বাসস্টপ সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনঃরায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়ে ঘটনার প্রতিবাদে ধিক্কার জানাই। উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃনালকান্তি ঘোষ এবং সদস্য কাঞ্চন দে। এছাড়াও ছিলেন ব্লক যুব তৃণমূল সভাপতি নয়ন ঘোষ সহ তৃণমূলের নেতা কর্মীরা। অনুরূপ দুবরাজপুর, রাজনগর, সিউড়ি সহ বিভিন্ন ব্লক এলাকায় মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল পরিক্রমা করা হয় বলে জানা যায়।