
শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। কৃষিতে লাভজনক পদ্ধতিতে চাষাবাদ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কৃষকের জীবন-জীবিকার উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো বীরভূমের দুবরাজপুর ব্লকের বেলসারা গ্রামে। ব্লকের কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা (আত্মা প্রকল্প )সংস্থার উদ্যোগ এবং আয়োজনে, দুবরাজপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় এই কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সহ কৃষি অধিকর্তা মঙ্গল দাস। কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার, কৃষকদের উন্নয়নে সরকারি নানা সহায়তা প্রকল্প, সারের ব্যবহার এবং খরাপ্রবন এলাকায় কিভাবে কম জলে চাষ করা সম্ভব এইসব নিয়ে এদিন আলোকপাত করেন ব্লক টেকনোলজি ম্যানেজার বিপ্লব পতি, কৃষি প্রযুক্তি সহায়ক পার্থ মণ্ডল, ব্লক অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ব্রজেশ্বর ভট্টাচার্য। দুবরাজপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড এর সম্পাদক কাজল মণ্ডল অনুষ্ঠানের শুরুতেই মুখ কথা পরিবেশন করেন। সংস্থার সভাপতি সাধন কুমার মণ্ডল তার বক্তব্যে তুলে ধরেন চাষী ভাইদের সঙ্গে নিয়ে পথ চলার আগামী পরিকল্পনার কথা। এলাকার ৫০ জন কৃষক এদিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ফসলের অনুখাদ্য “বোরন” এর প্যাকেট এদিন চাষীদের হাতে তুলে দেওয়া হয়।