
শম্ভুনাথ সেনঃ
ফাইলেরিয়া নির্মূল করার জন্য ভারত সরকার একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে যা মূলত MDA নামে পরিচিত। প্রতি বছর এই রোগ প্রতিরোধে একসঙ্গে ওষুধ দেওয়া হয়। উল্লেখ্য, ভারতের অন্তত ৬৭ কোটি মানুষ এই রোগের শিকার। ভারত সরকার লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস নির্মূলের জন্য জাতীয় কর্মসূচী NFCP গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরও ফাইলেরিয়া প্রতিরোধে নানা কর্মসূচি নিয়েছে।
প্রসঙ্গত ফাইলেরিয়া হচ্ছে একটি পতঙ্গ বাহিত রোগ। এই রোগে গা-হাত-পা এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় ।সেই সঙ্গে জ্বর, ব্যথা এবং ক্লান্তি আসে ।ত্বক মোটা হয়ে যায় এবং কুঁচকে যায় ।কখনো কখনো দেখা দেয় বিকলাঙ্গতা। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে এই রোগ বেশি হয়। তাই এই ফাইলেরিয়া রোগকে নির্মূল করা একান্ত প্রয়োজন । MDA কর্মসূচিতে সকলে একই দিনে একইসঙ্গে এই ওষুধ খেলে তবে সেই এলাকা থেকে এই রোগ নির্মূল হবে। বিদ্যালয় স্তরেও এই কর্মসূচীতে ২৩ এপ্রিল মিড ডে মিল খাওয়ানোর পর বীরভূমের কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে এই ওষুধ খাওয়ানো হয়। বীরভূমে এই কর্মসূচিকে সফল করবার জন্য একাধিকবার বৈঠক হয়েছে কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। পতঙ্গবাহিত এই রোগটি নির্মূল করার জন্য এদিন স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য কর্মীরা এসে কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে ফাইলেরিয়া নির্মূল সংক্রান্ত ওষুধ ছাত্র-ছাত্রীদের একই সঙ্গে সেবন করান। এই উদ্যোগ গ্রহণ করার জন্য সকল স্বাস্থ্য কর্মীদেরকে বিদ্যানিকেতনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
