বীরভূম জেলা পরিষদের মেন্টর হিসেবে দ্বিতীয়বারের জন্য নিযুক্ত হয়ে এলেন বিধায়ক অভিজিৎ সিনহা

সেখ রিয়াজুদ্দিনঃ

দ্বিতীয়বারের জন্য বীরভূম জেলা পরিষদের মেন্টর নিযুক্ত হয়ে সোমবার জেলা পরিষদে এলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। জেলা পরিষদের পক্ষ থেকে জেলা সভাধিপতি কাজল শেখ, পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সহ অন্যান্য কর্মাধ্যক্ষ ও আধিকারিক গন ফুল উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করেন এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।উল্লেখ্য প্রাক্তন জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরীর মেয়াদকালেও মেন্টর হিসেবে নিযুক্ত ছিলেন অভিজিৎ সিনহা। প্রশংসনীয় বিভিন্ন কাজের নিরিখে কেন্দ্র সরকারের কাছ থেকে জেলা পরিষদ শ্রেষ্ঠ শিরোপা অর্জন করেন সে সময়কালে । গত দুবছর বীরভূম জেলা পরিষদ বিভিন্ন প্রকল্পে উল্লেখযোগ্য স্থান নিতে পারেনি। এই রাজ্যে পুনরায় সর্বভারতীয় স্তরে যেন পুরস্কার ছিনিয়ে আনতে পারে তারই লক্ষ্যে সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার এক প্রয়াস। ২০২৬ সালে বিধান সভা নির্বাচনের আগে জেলা পরিষদের উন্নয়নের কাজকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায় তাহা জেলা পরিষদের সকলে মিলেই সিদ্ধান্ত মোতাবেক এগানো যাবে।
এছাড়াও জেলা পরিষদের কাজ করতে গিয়ে কোথায় কোথায় সমস্যা থাকছে তা দ্রুত পর্যালোচনা করে কাটিয়ে উঠতে হবে বলে জানান অভিজিৎ সিনহা। অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ মেন্টর হিসেবে অভিজিৎ সিনহা কে পেয়ে বেশ আপ্লুত। তিনি বলেন অভিজিৎ সিনহা ওরফে রানা দা আমার অভিভাবক। উনার পরামর্শ মোতাবেক চলেছি। রাজ্য তথা আমলা সহ বিভিন্ন স্থানে মিটিং এর ক্ষেত্রে উনার সহযোগিতায় এগিয়ে চলেছি। উনি আগেও যেমন সমস্ত কর্মাধ্যক্ষ সহ আধিকারিকদের নিয়ে কাজ করেছেন এবং পুরস্কার ও জিতেছেন। আগামীদিনে ও পুনরায় পুরস্কার ছিনিয়ে আনবেন। এছাড়াও এক পরিসংখ্যান দিয়ে জেলার প্রাপ্য টাকা খরচের নিরিখে রাজ্যে জেলা পরিষদের কোথায় অবস্থান তাহা ব্যাক্ত করেন। বাংলা আবাস যোজনায় ৫২,৯০৯ টি বাড়ির মধ্যে ৫১,৭২০ টি বাড়ি নির্মাণের কাজ চলছে। কিছু লোকজন কর্মসূত্রে বাইরে থাকার জন্য তাদের কাজ শুরু হয়নি তবে তাদেরকেও নোটিশ করা হয়েছে এবং দ্রুত সেগুলোও শুরু হয়ে যাবে। পাশাপাশি শৌচাগার নিয়ে বলেন ৭৭ হাজার ১৫৬ টি সমাপ্ত হয়েছে ১২৪১ টি কাজ চলছে। এছাড়া ২২২৫ টি গ্রামের মধ্যে ২১৩৫টি গ্রামকে মডেল গ্রাম হিসেবে তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *