
সেখ রিয়াজুদ্দিনঃ
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিচ্ছিদ্র মিলিটারি নিরাপত্তার ঘেরাটোপে নিরীহ পর্যটকদের হত্যার প্রেক্ষিতে সাধারণ মানুষ আতঙ্কিত। এনিয়ে সমগ্র দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। সেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষজন পথে নামে। সেরূপ এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল কমিটির উদ্যোগে মঙ্গলবার একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্যের মাধ্যমে নেতৃত্ব গন দাবি করেন যে, কাশ্মীরের ঘটনা নিয়ে বিজেপি আরএসএস দেশব্যাপী ঘৃণ্য ও বিভেদ মূলক সাম্প্রদায়িক রাজনীতি চর্চা করে চলেছে। জীবনের সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে বিভেদ সৃষ্টির চক্রান্ত করেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও সমানভাবে সাম্প্রদায়িকতার রাজনীতি করে চলেছে। সেই সমস্ত বিষয়ের তীব্র প্রতিবাদ জানাতেই সংগ্রামী বামপন্থী দল এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির ডাকে রাজ্যজুড়ে সাম্প্রদায়িক বিরোধী সম্প্রীতি মিছিলের আহ্বান করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন মুরারই বাজার এলাকায় মিছিল এবং রেলগেটের সামনে পথসভার আয়োজন। প্রতিবাদ মিছিল ও পথসভার মাধ্যমে দাবি তোলা হয় যে- কাশ্মীরে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডে জড়িত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। কাশ্মীর হত্যাকাণ্ড নিয়ে দেশব্যাপী ঘৃণ্য সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে। পাশাপাশি মুর্শিদাবাদে সাধারণ মানুষ ঘৃণ্য সম্প্রদায়িক রাজনীতি বলি হল কেন তা কেন্দ্র ও রাজ্য সরকারকে জবাব দিতে হবে। কাশ্মীরের হত্যাকাণ্ডের দায় এড়াতে বিভেদ মূলক সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি – আরএসএসকে বন্ধ করতে হবে। এদিন মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল সম্পাদক গোলাম মুজতবা, যুব সংগঠন ডিওয়াইও র জেলা সম্পাদক সেমিম আখতার সহ অন্যান্য নেতৃবৃন্দ।