
শম্ভুনাথ সেনঃ
সারা রাজ্যজুড়ে স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি। শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে এমন অভিযোগ মিথ্যা নয়। তেমন সময়ে বীরভূমে নজর কেড়েছে ইলামবাজার ব্লকের নিউ ইন্টিগ্রেটেড গভঃ স্কুল। সন্নিহিত কবি জয়দেব মহাবিদ্যালয়ের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় স্কুল ও কলেজের মধ্যে পড়ুয়াদের পঠন পাঠন এবং অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহনের অভিনব উদ্যোগ নিয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব পূরণে স্কুলে এসে পড়াবেন কলেজের অধ্যাপকরা। ২৯ এপ্রিল গভমেন্ট স্কুলের অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এমন ক্লাস্টার মডেলে পাঠদানের পথচলা শুরু হল। উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সমাহর্তা বিধান রায়, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেণ্ডারী) সুজিত সামন্ত, স্থানীয় ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার, সেইসঙ্গে কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেওয়াসী সহ কলেজের অধ্যাপকগণ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যেও ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “রাজ্য শিক্ষানীতি অনুযায়ী ক্লাস্টার পদ্ধতিতে শিক্ষাদান এলাকার ছাত্র-ছাত্রীদের পাঠদানে অনেকটা অভাব পূরণ করবে। এদিন বক্তব্যে জেলাশাসক বলেন কলেজের অধ্যাপকরা হাইস্কুলে এসে শিক্ষাদান করলে বেশি উপকৃত হবে বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা। সকল সাবজেক্টে পঠন-পাঠন চালু করা সম্ভব হবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপগোপাল মুখোপাধ্যায় বলেন, গতবছর ২০২৪ শিক্ষাবর্ষে এই বিদ্যালয়ে প্রথম মাধ্যমিক পরীক্ষা চালু হয়েছে। শুরুতেই মিলেছে নজর কারা সাফল্য। এক ছাত্রী পুষ্পিতা বাঁশুরি রাজ্য মেধা তালিকায় তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান পেয়েছে। চলতি বছরে বিদ্যালয়ের ৪৯৫ শিক্ষার্থীদের স্মার্ট ক্লাসের মধ্যে দিয়ে পাঠদান শুরু হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসে সম্পূর্ণ বিনামূল্যে হোস্টেলে থাকা খাওয়া ও পড়াশোনার সুযোগ সুবিধার পাশাপাশি পড়ুয়াকে দেওয়া হয় বিশেষ কোচিং। এ বছরও ছাত্র-ছাত্রীদের মধ্যে জেলার প্রথম সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে অত্যন্ত উৎসাহ দেখা গেছে। কলেজের অধ্যাপকরা বিদ্যালয়ে এসে পাঠ দান করার জন্য এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী মানুষজন।
