
দীপককুমার দাসঃ
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব নৃত্য দিবসের দিন সিউড়িতে নৃত্য উপাসনা এর উদ্যোগে অনুষ্ঠিত হলো নন্দীকেশ্বর ন্যাশনাল ডান্স ফেষ্টিভ্যাল। ভারতের বিভিন্ন রাজ্য থেকে যেমন নৃত্য শিল্পীরা অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে, তেমনি শান্তিনিকেতন থেকেও বেশ কিছু নৃত্য শিল্পী এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।

পাশাপাশি স্থানীয় নৃত্য ও সঙ্গীত শিল্পীরাও এদিনের এই অনুষ্ঠানে অনুষ্ঠান পরিবেশন করেন। শেষে ইয়ং নাট্য সংস্থার পূজারিণী নৃত্য নাট্য মঞ্চস্থ হয়। আয়োজক সংস্থা নৃত্য উপাসনার কর্ণধার শুভদীপ সরকার বলেন, বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নন্দীকেশ্বর ন্যাশনাল ডান্স ফেষ্টিভ্যাল এর আয়োজন করা হয়েছে। এই ফেস্টিভ্যালে বিভিন্ন রাজ্যের নৃত্য শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

এদিন প্রায় দুই শতাধিক শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। এদিনের অনুষ্ঠান দেখতে বহু সংস্কৃতি প্রেমী মানুষ উপস্থিত ছিলেন সিউড়ির রবীন্দ্র সদনে।