
উত্তম মণ্ডলঃ
আজ দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা। অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দির উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান রাজ্যের প্রত্যেক ব্লকে লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়। সেইমতো বীরভূমের লাভপুর ব্লকে এই অনুষ্ঠান উপলক্ষে সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সেই বিষয়ে মঙ্গলবার লাভপুরের ফুল্লোরা মন্দির সংলগ্ন মাঠে সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তিনি জানান, লাভপুর ব্লকের প্রায় ১৫ থেকে ২০ হাজার হরিনাম সংকীর্তন দলের সদস্যরা দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে লাভপুরে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রায় ত্রিশ হাজার মানুষের জন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে। একই সাথে সাংবাদিক বৈঠকের পাশাপাশি ফুল্লরা মন্দির সংলগ্ন মাঠ পরিদর্শন করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা।
