শিক্ষকের বিদায় সংবর্ধনার দিনেই ব্লক তৃণমূল শিক্ষা সেলের মেন্টর হিসেবে দায়িত্বে, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ মন্ডল

সেখ রিয়াজুদ্দিনঃ

দীর্ঘ ১৬ বছর শিক্ষকতার পর বয়সের বন্ধনে আবদ্ধ সরকারি নিয়ম অনুযায়ী ৩০ এপ্রিল অবসর গ্রহণ করেন শিক্ষক প্রদীপ মন্ডল। কিন্তু এদিনটাকে স্মরণ করে রাখতে তথা বিদায় সংবর্ধনা জানানোর লক্ষ্যে বুধবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় খয়রাসোলের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। জানা যায় শিক্ষক প্রদীপ কুমার মন্ডল প্রথমার্ধে লোকপুর থানার সগড়ভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে এলাকারই আদিবাসী অধ্যুসিত বাস্তবপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং এখান থেকেই কর্মজীবন শেষ করেন। খয়রাশোল দক্ষিণ চক্রের শিক্ষকদের আয়োজনে এদিন বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শিক্ষকের অবসরকালীন জীবন সুস্থ সুন্দর ভাবে কাটুক সেই শুভকামনা জানাতে সহকারী শিক্ষক থেকে শুরু করে ব্লক এবং জেলা পর্যায়ের বহু বিশিষ্ট ব্যাক্তির্গ।


উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক, খয়রাশোল ব্লকের দুটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ রবিউল ইসলাম ও আশিষ মাহাতো। এছাড়াও ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পান্ডে, শিক্ষক শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরী সহ বহু বিশিষ্টজনেরা। উল্লেখ্য এদিন বিদায় সংবর্ধনা মঞ্চ থেকেই ঘোষণা করা হয় যে দলীয় নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের পর কোনো পদাধিকারী পদে থাকতে পারেন না। সেই অনুযায়ী আমরা দলীয় গত ভাবে প্রদীপ বাবুকে খয়রাসোল ব্লক তৃণমূল শিক্ষা সেলের মেন্টর নিযুক্ত করা হবে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য প্রদীপ কুমার মন্ডল তৃণমূল শিক্ষা সেলের জেলা সহ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তৃণমূলের মাদার সংগঠনের পাশাপাশি খয়রাসোল ব্লক তৃণমূল শিক্ষক সংগঠনের কাজের দায়িত্ব পালন করবেন জেলা তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়ক এবং খয়রাসোল দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ রবিউল ইসলাম পৃথক পৃথক ভাবে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *