
শম্ভুনাথ সেনঃ
সাত সকালে উল্টে গেল যাত্রীবাহী বাস। আহত যাত্রীদের উদ্ধারে অতিসত্বর এগিয়ে আসে এলাকার মানুষ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর ও চন্দ্রপুর থানার পুলিশ। পৌঁছায় দমকল বাহিনী। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম গদাধর ভান্ডারী। বয়স পঞ্চান্ন বছর। তার বাড়ি সিউড়ি থানা এলাকার নবগ্রামে। গুরুতর আহত হয়েছে অন্তত কুড়িজন। তাদের প্রত্যেককে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, আজ ৭ মে সকালে রাজনগর থানার গামারকুন্ডু থেকে এই বাসটি সিউড়ি অভিমুখে রওনা দেয়। ডাঙ্গালপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বামদিকে রাস্তা থেকে উল্টে পড়ে যায় মাঠে। এই দুর্ঘটনায় চিৎকার ও কান্নার রোল শুনে এগিয়ে আসে শয়ে শয়ে মানুষ। খারাপ রাস্তার জন্য এই দুর্ঘটনা বলে অনেকেরই অভিযোগ।
