জেলা পুলিশের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান কাঁকরতলা থানায়

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৫ শিক্ষাবর্ষের গত ২ মে মাধ্যমিক এবং ৭ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই কৃতি পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল সহ অনেকেই কৃতি পড়ুয়াদের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সেরূপ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব এর ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার কৃতি হিসেবে চিহ্নিত ২০২৫ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংর্বধনা দেওয়া হয় শনিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। যার মধ্যে মাধ্যমিকের ১২ জন এবং উচ্চ মাধ্যমিকের ৮ জন কৃতি পড়ুয়াদের হাতে পুষ্পস্তবক, ব্যাগ, মিষ্টি সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে তাদের ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি কামনা করেন। সেই সাথে পুলিশের পক্ষ থেকে অভয়দেন যে অর্থনৈতিক কারণে কোনো কৃতি পড়ুয়াদের পড়াশোনা যেন থেমে না যায়। এজন্য পুলিশ প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। এরফলে পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা এবং পড়াশোনার প্রতি মনোনিবেশ বৃদ্ধি পাবে বলে অভিভাবকদের অভিমত। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতিক রায়, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার, কাঁকড়তলা থানার ওসি মহঃ শাকিব সাহাব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *