প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বীরভূম জুড়ে ২১টি রাস্তা সংস্কারের উদ্যোগ

শম্ভুনাথ সেনঃ

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বীরভূম জেলা জুড়ে মোট ২১টি রাস্তার সংস্কারের জন্য কাজের অনুমোদন মিলেছে। উল্লেখ্য সারা জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, ৪০০টি রাস্তা নির্মাণ হয়েছে। তার মধ্যে এবার ২১টি রাস্তার সংস্কার হবে। আনুমানিক প্রকল্প ব্যয় ১২০ কোটি টাকা। এ তথ্য জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক। সংস্কারের পাশাপাশি বেশ কিছু মাটির রাস্তাতেও নতুন করে পিচ পড়বে বলে গত ৮ মে অনুষ্ঠিত সিউড়ি সার্কিট হাউসের এক প্রশাসনিক বৈঠকে জানানো হয়। উল্লেখ্য, এই বৈঠকে হাজির ছিলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়,ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ড.আশিস বন্দ্যোপাধ্যায়, নানুর বিধানসভার বিধায়ক বিধান মাজি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।


জানা গেছে বীরভূম সংসদীয় এলাকায় ১২টি রাস্তা সংস্কার করা হবে। যার দৈর্ঘ্য ৯৪.২২ কিমি। খরচ হবে ৫০ কোটি টাকা। অন্যদিকে বোলপুর সংসদীয় এলাকার ৯ টি রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৭০ কোটি টাকা।জানা গেছে, বীরভূম সংসদীয় এলাকায় প্রায় ৯৪.২২ কিলোমিটার রাস্তার মধ্যে সবচেয়ে দীর্ঘ রাস্তা রয়েছে দুবরাজপুর ব্লকে। পণ্ডিতপুর মোড় থেকে প্রতাপপুর পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১৩.০৬ কিলোমিটার। বরাদ্দ ব্যয় ৫ কোটি ৫৬ লক্ষ ৫২ হাজার টাকা। তত্ত্বাবধান করবে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা। এই রাস্তার মধ্যে রয়েছে ১২টি কালভার্ট। মুর্শিদাবাদ জেলার ডোমকল এর এক ঠিকাদার সংস্থা এস এস এন্টারপ্রাইজ এই কাজ করবে। রাস্তা নির্মাণের কাজের বার্তা দিতে ১১ মে পণ্ডিতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র এলাকায় এলাকার এলাকার মানুষজনকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল খান সহ লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ এবং স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন। সিডিউল অনুযায়ী কাজের গুণগত মান দেখে নেওয়ার জন্য এদিন আহ্বান জানানো হয়।এই রাস্তাটি ছাড়াও সিউড়ি-১ ও ২ ব্লকের দু’টি রাস্তা, সাঁইথিয়ার একটি, রামপুরহাট-২ ব্লকের প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা, মুরারই-১ ও ২ ব্লকের পৃথক দু’টি রাস্তা, নলহাটি-১ ও ২ ব্লকের দু’টি রাস্তা, খয়রাশোল ব্লকের সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার করা হবে বলে বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন। শীঘ্রই এই ১২টি রাস্তার কাজ শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । এছাড়াও আর কোনও রাস্তা সংস্কার ও নতুন করে তৈরির প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও এদিন বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *