
শম্ভুনাথ সেনঃ
শিশুবেলা থেকেই সফল ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে সুবর্ণ দে (১২)। বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির এই পড়ুয়া সুবর্ণ এর বাড়ি দুবরাজপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। গত ৫মে কলকাতায় “অম্বর রায় সাব জুনিয়ার অনূর্ধ্ব-১৩ একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার জিতেছে এই সুবর্ণ। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ৪৩ রানে হারিয়ে দেয় মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমিকে। এই ম্যাচেই উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি তরুণ ক্রিকেটারদের উৎসাহ দেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে মোহনবাগান করে ২১১-৭। সুবর্ণ দে ১০৭ বলে ৬৬ এবং অরিত্র পাল ৪০ রানে অপরাজিত থাকে। জবাবে ১৬৮-৮ স্কোরে থেমে যায় সম্বরণ ক্রিকেট একাডেমি। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার নিয়ে এসেছে সুবর্ণ।

সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায় পীঠ চাপরে উৎসাহ দিয়েছে এই তরুণ ক্রিকেটারকে। জেলার ক্রিকেট মহলে এখন সুবর্ণকে নিয়েই চর্চা। বাড়ি ফিরতেই দুবরাজপুরের এই সম্ভাবনাময় ক্রিকেটারকে দুবরাজপুর পুরসভার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। পুরপ্রধান পীযূষ পাণ্ডে সেই সঙ্গে অন্যান্য কাউন্সিলর বৃন্দ পৌরসভায় তার হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করে। এদিন সুবর্ণর সহপাঠী দুবরাজপুরের আর এক ক্রিকেটার রাম শ্রেষ্ঠ নায়কও মোহনবাগান দলে খেলার সুযোগ পাওয়ায় তার হাতেও সংবর্ধনা দেয় পুরকর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা সুবর্ণ’র বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানিয়েছে বলে সুবর্ণ’র বাবা নারায়ণ দে জানিয়েছেন। উল্লেখ্য, বাবার উৎসাহে সুবর্ণর ক্রিকেট খেলায় প্রথম হাতে খড়ি। স্কুল ভর্তির আগেই তাকে ব্যাট বল কিনে দেয় বাবা। বাড়িতেই তৈরি করে দেয় পিচ। এক প্রশিক্ষক বাড়িতে এসেই তাকে ক্রিকেটে প্রশিক্ষণ দেয়। ১২ বছর বয়সী এই পড়ুয়া সুবর্ণর জন্য স্কুল কর্তৃপক্ষ গর্বিত। প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ জানিয়েছেন ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাতে সে ভালো ফল করে। এই তরুণ ক্রিকেটারের জন্য সাফল্যে গর্বিত এখন জেলাবাসী।
