
সেখ রিয়াজুদ্দিনঃ
ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বীরভূম জেলার ঝাড়খণ্ড সীমান্তের নলহাটি থানা এলাকায় বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। উল্লেখ্য ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে ৭ মে বীরভূম সীমান্তবর্তী রাজ্য ঝাড়খণ্ড লাগুয়া নলহাটি থানার পাশিনালা গ্রামে পরপর দুটি পরিত্যক্ত গোডাউনে হানা দেয়। দরজা ভেঙে উদ্ধার হয় একের পর এক বিস্ফোরক ভর্তি বস্তা এবং প্যাকেট। গোডাউনের মালিক কে সেদিন গ্রেফতার করা যায়নি। তবে পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় পুলিশের জালে বিজেপির বুথ এজেন্ট শাহে আলম ওরফে বিকি নামে এক ব্যাক্তিকে ১৩ মে মঙ্গলবার রাত্রে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। ধৃতকে নলহাটি থানার পুলিশের পক্ষ থেকে বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করলেও তা খারিজ করে ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে খবর। অবৈধভাবে বিষ্ফোরক দ্রব্য মজুদ কি কারনে তা যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এসমস্ত বিষ্ফোরক দ্রব্য কোথায় কোথায় বিক্রি করা হয়েছে এবং কি কাজে ব্যবহৃত হয়েছে তার তদন্ত শুরু করেছেন পুলিশ। যদিও অনেকেই মনে করছেন ঝাড়খণ্ড সহ নলহাটি এলাকায় পাথর খাদানেই সম্ভবত ব্যবহৃত হয়।