
সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধভাবে বালি কয়লা গরু পাচারের খবর নিত্যনৈমিত্তিক ঘটনা। সেই সাথে বিষ্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় ও জেলার মধ্যে খবর। পাশাপাশি গাঁজা পাচারের করিডোর হিসেবে বীরভূম জুড়ে জাল বিস্তার। তাইতো বালি কয়লার সমানতালে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে গাঁজা পাচারের সঙ্গে জড়িতরা। সেরকম রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে আবারও গাঁজা পাচার চক্রের হদিস পেল পুলিশ। রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার স্থানীয় থানা এলাকার প্রতাপপুর ও নিউ টাউনের মাঝামাঝি এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করল। জানা যায় সরকারি একটি বাসে করে পাচারের ছক কষা হয়েছিল। পাপোশের নিচে অত্যন্ত সুচতুর ভাবে লুকিয়ে রাখা হয়েছিল এই বিপুল পরিমাণ গাঁজা। তবে পুলিশের তৎপরতায় শেষ রক্ষা হয়নি পাচারকারীদের ছক । বমাল সহ পুলিশের জালে আটকে পড়ে গাঁজা পাচারকারী।ঘটনাস্থলে পৌঁছান রামপুরহাট থানার আইসি ও মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে। এত পরিমাণ গাঁজা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাদক পাচার রুখতে নজরদারি আরও জোরদার করা হবে।
