
সেখ রিয়াজুদ্দিনঃ
২০২৫ সালের মধ্যেই যক্ষা রোগকে নির্মূল করার লক্ষ্যে নিক্ষয় মিত্র প্রোগ্রাম শুরু হয়েছে। যক্ষ্মা রোগীদের ঔষধ সেবনের পাশাপাশি পুষ্টিকর খাবার প্রয়োজন। সেই লক্ষ্যে নিক্ষয় মিত্র প্রোগ্রাম চালু করা হয়। এক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাক্তিগত উদ্যোগে ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা যেতে পারে সরকারি অনুমোদন সাপেক্ষে। অনুরূপ বীরভূম জেলা শাসকের উদ্যোগে বুধবার রাজনগর ব্লক এলাকার যক্ষা রোগীদের সুষম খাদ্য বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে।
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং জেলা শাসকের তরফে জেলার বিভিন্ন অংশে যক্ষা রোগে আক্রান্তদের দত্তক নেওয়ার মাধ্যমে তাদের সুষম খাবার বিতরণের ব্যবস্থা করা হয়। বুধবার এরকমই রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বীরভূম জেলা শাসকের তরফে রাজনগরের ১২ জন যক্ষা রোগীকে নিক্ষয় মিত্র প্রকল্পে দত্তক নেওয়ার মাধ্যমে তাদের সুষম খাবার বিতরণ করা হল। খাবারের মধ্যে সয়াবিন, মুসুরি, ঘি, ছাতু, বিস্কুট প্রভৃতি তেরো রকমের সুষম খাবার যক্ষা রোগীদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য সুষম খাবার যক্ষা রোগীদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় খাবার এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু, রাজনগর ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তীর্থঙ্কর সিনহা, রাজনগর থানার এসআই অরিন্দম দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি পরিমল সাহা, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার তন্ময় মুখার্জি, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ নুরেতাজ খাতুন, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর সহ অন্যান্যরা।