
সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধভাবে বালি কয়লা পাচারের রমরমা বেড়ে চলেছে পুলিশের চোখে ধুলো দিয়ে। যদিও জেলা পুলিশের তৎপরতায় অনেক ক্ষেত্রে পাচারকারীরা গাড়ি সহ ধরা পড়েছে। এগুলোর পাশাপাশি লুকিয়ে মদ বিক্রি, কোথাওবা জুয়ার আসর বসছে। গোপন সূত্রে এরূপ ঘটনার কথা জানতে পেরে কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব শুক্রবার দিনভর স্থানীয় থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেন। যার প্রেক্ষিতে বমাল সহ চারজন পুলিশের জালে আটকা পড়ে। পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় থানার জামালপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ৯ টন কয়লা ভর্তি দুটি মোষের গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বনসাইয়ের প্যাঁচালিয়া রাস্তার উপর ঝাড়খণ্ড দিক থেকে আগত ৪ টন কয়লা ভর্তি একটি মোটরসাইকেল আটক করে। এরপর কাঁকরতলা গ্রামের বাগ্দীপাড়া থেকে ১০ লিটার চোলাই সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। তারপরেই একটি জুয়ার আসরে অতর্কিতে হানা দিয়ে তিন ব্যক্তিকে আটক করে। যদিও পুলিশের গন্ধ পেয়ে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।এদিন জুয়ার আসর থেকে নগদ পনেরো হাজার তিনশত টাকা, খেলার তাস সড় অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করে। পলাতক সহ জুয়ার আসরে আরও কেউ যুক্ত ছিল কিনা ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে। ধৃতদের শনিবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।