উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে এক নয়া পদক্ষেপ নিয়েছে বীরভূমের জয়দেব সাধারণ গ্রন্থাগার

শম্ভুনাথ সেনঃ

চলতি শিক্ষাবর্ষে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের আট জন কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে জয়দেব সাধারণ গ্রন্থগারের পক্ষ থেকে স্মারক সংবর্ধনা তুলে দেওয়া হয়। উচ্চ শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ দিতে এই নয়া পদক্ষেপ নিয়েছে জয়দেব সাধারণ গ্রন্থাগার। জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয় ও সাহাপুর উচ্চ বিদ্যালয়ের আট জন কৃতি ছাত্র-ছাত্রীরদের হাতে ১৫ মে সংবর্ধনা তুলে দেওয়া হয়। ইলামবাজার ব্লকের জয়দেব সংলগ্ন টিকরবেতা গ্রামের জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাধ্যমিকে ব্লকের প্রথম হয়েছে সোনভা দাস। তার প্রাপ্ত নাম্বার ৬৭২। এই সাফল্যের পেছনে তার স্কুল টিচার থেকে শুরু করে টিউশন টিচার এবং বাড়ির মা বাবার অক্লান্ত পরিশ্রম ছিল বলেই জানা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনভা দাস জানাই মাধ্যমিকের রেজাল্ট দেখে খুবই খুশি এবং আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই বলে সে জানিয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক বিনয়কৃষ্ণ কর সহ বিভিন্ন সমাজসেবী ও কৃতি ছাত্র-ছাত্রীরা ও সাধারণ মানুষজন। ছাত্র-ছাত্রীরা এই সংবর্ধনা হাতে পেয়ে খুশি ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *