
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সদর সিউড়িতে এসইউসিআই দলের পক্ষ থেকে আজ ১৬ মে এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৫ মে কলকাতার বিকাশ ভবনে চাকরিহারা যোগ্য শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থানে রাতের অন্ধকারে পুলিশ, র্যাফ এবং তৃণমূলের গুণ্ডাবাহিনী নৃশংসভাবে আক্রমন করে। তারই বিরুদ্ধে ১৬ মে এসইউসিআই (কমিউনিস্ট) সারা বাংলা জুড়ে ‘প্রতিবাদ দিবসে’র ডাক দেয়। সারা রাজ্যের সাথে আজ বীরভূমের সদর সিউড়ি শহরে এক ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে। নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক মদন ঘটক। মিছিল থেকে শ্লোগান ওঠে চোরদের বাঁচাতে যোগ্য শিক্ষকদের বঞ্চিত করা চলবে না,যোগ্য শিক্ষকদের ওপর নির্বিচার পুলিশি অত্যাচারের জবাব চাই বলে দাবি ওঠে। সাধারণ মানুষকেও এই ধিক্কার মিছিলে সামিল হওয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এমন বর্বরোচিত ঘটনায় পথচলতি সাধারণ মানুষ এসইউসিআই এর এই প্রতিবাদী মিছিলকে সাধুবাদ জানান। এদিন সিউড়ি ছাড়াও বোলপুর,রামপুরহাট মুরারইতে এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় বলে দলের এক সদস্যা যূথিকা ধীবর জানিয়েছেন।