দলীয় রদবদলে অনুব্রত মণ্ডলের সভাপতি পদ লুপ্ত, রবিবার বসছে তৃণমূল জেলা কোর কমিটির মিটিং

সেখ রিয়াজুদ্দিনঃ

নাটকীয় ভাবে শুক্রবার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদ লুপ্ত হয়ে যায়। এদিন রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূমেও দলীয় নেতৃত্বের রদবদল ঘটে। বিশেষ করে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম বাদ দিয়ে কোর কমিটির সাধারণ সদস্যদের মধ্যে রাখা হয়েছে। তানিয়ে জেলা জুড়ে নানান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। নতুন তালিকা প্রকাশ করে রাজ্য নেতৃত্ব মূলতঃ জেলা কোর কমিটির উপরে আস্থা রেখেছেন। উল্লেখ্য নির্ধারিত সময়ে কোর কমিটির মিটিং না ডাকা নিয়ে জেলা সভাধিপতি কাজল সেখ ক্ষোভ ব্যাক্ত করেন। যাহা যুযুধান দুই গোষ্ঠীর কোন্দলের জের বলে মনে করা হয়। দলীয় পদে রদবদলের একদিন পরেই তড়িঘড়ি কোর কমিটির মিটিং ডাকেন দলের চেয়ারপারসন ডঃ আশিষ ব্যানার্জি। যাহা দেড় মাস পর ১৮ মে রবিবার বোলপুর দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় কোর কমিটির মিটিং ডাকা হয়েছে। অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন জেলার সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করার লক্ষ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন জেলা সফরে এসে৷ সেই মোতাবেক কোর কমিটি পরপর কয়েকটি নির্বাচনে বেশ সুন্দর ফলাফল দলকে উপহার দেন। পরবর্তীতে অনুব্রত মণ্ডল জেল মুক্ত হয়ে ফিরে এলে কোর কমিটিতে যুক্ত করনো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কোর কমিটির সাধারণ সদস্য এবং কোর কমিটির চেয়ারম্যান এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে কাজল সেখ বনাম বিকাশ রায়চৌধুরী র পারস্পরিক বক্তব্যে। কোর কমিটির সিদ্ধান্ত ছাড়াই বেশ কিছু দলীয় কর্মসূচি হচ্ছিল। জলের স্রোত দুই দিকে বহমান তা প্রকাশ্যে লক্ষ্যনীয়।
কোর কমিটির মিটিং না ডেকে জেলা কমিটির মিটিং তানিয়ে ও বিতর্ক। সেখানে মিটিং এ অনুপস্থিত ছিলেন কাজল সেখ। তার বক্তব্য মুখ্যমন্ত্রী যেখানে নিজের হাতে কোর কমিটি গঠন করে দিয়েছেন তাকে মান্যতা দেওয়া । কিন্তু সেই মান্যতা দেওয়া হচ্ছে না। শুক্রবার রাজ্য কর্তৃক জেলা স্তরে দলীয় পদে রদবদলের দেখা যায় জেলা তৃণমূল সভাপতি পদ লুপ্ত করে দেওয়া হয়েছে। কোর কমিটিতে রয়েছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, অনুব্রত মণ্ডল, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। এছাড়া অতিথি সদস্য হিসেবে রয়েছেন জেলার দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। রাজ্য নেতৃত্ব কোর কমিটির উপর আস্থা রাখার একদিন পরেই রবিবার কোর কমিটির বৈঠক ডাকলেন চেয়ারপারসন আশীষ বন্দ্যোপাধ্যায়। এখন সবার মুখে একই কথা আগামী ২৫, ২৬ এবং ২৭ তারিখে জেলার তিনটি মহকুমায় যে দেড়লাখ লোক সমাগম করে বিশাল মিছিলের কথা ঘোষণা করেছেন অনুব্রত মণ্ডল সেটা কি হবে? এখন দেখার কোর কমিটির মিটিং এ ৯ সদস্যদের মধ্যে কতজন উপস্থিত হচ্ছেন, কি আলোচনা হবে ইত্যাদি প্রশ্ন মনে মনে ঘুরপাক খাচ্ছে সকলের। যদিও আশিষ ব্যানার্জির বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুসারে কমিটি পরিচালিত হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *