২০২৬ নির্বাচনে কোর কমিটি পরিচালিত, অনুব্রতর কর্মসূচিতে সিলমোহর, বৈঠক চলাকালীন মমতার ফোন অনুব্রত মণ্ডলের কাছে

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৬ এর বিধানসভা নির্বাচনে কোর কমিটি দ্বারা পরিচালিত হবে। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী তিনটি মহকুমায় মহা মিছিল অনুষ্ঠিত হবে।প্রতি মাসে দুই বার কোর কমিটির মিটিং অনুষ্ঠিত হবে- এরূপ একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয় রবিবার বোলপুর তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত কোর কমিটির মিটিং থেকে। দীর্ঘদিন কোর কমিটির মিটিং না হওয়া নিয়ে সদস্যদের মধ্যে তিক্ততার পরিবেশ সৃষ্টি হয়। প্রায় দুই মাস পর রবিবার কোর কমিটির মিটিং অনুষ্ঠিত হয় এতে অনেক মনোমালিন্যের অবসান ঘটে। আগামী নির্বাচন সহ জেলার সাংগঠনিক কাজে একত্রে কাজ করার বার্তা দেওয়া হয় এদিন। শুক্রবার তৃণমূল কংগ্রেসের জেলা ভিত্তিক দলীয় কর্মীদের রদবদলের চিঠি প্রকাশিত হয়। সেখানে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের পদ চলে যায় এবং কোর কমিটির সদস্য হিসেবে নাম নথিভুক্ত হয়।সে প্রেক্ষিতে জেলা জুড়ে বিরোধী দল সহ তৃণমূল কর্মীদের মধ্যে ও নানান গুঞ্জন শুরু হয়েছিল। সেই হিসেবে অনুব্রত মণ্ডলের বক্তব্য তিহার জেল যখন খেটেছি কোনদিনই অন্য দলে যাব না, গেলে জেল খাটতে হত না। পদ না পেলে অম্বল হবে এরকম কিন্তু নই। মমত বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যসভার সদস্য করতে চেয়েছিলেন। তাছাড়াও বিধায়ক ,সাংসদ মন্ত্রী হয়ে যেতে পারতাম।মুখ্যমন্ত্রীই আজও আমার কাছে শেষ কথা।পদ আমার কাছে বড় নয়,মানুষের পাশে থাকতে পারলেই আমার আনন্দ।ঘটনাচক্রে, বৈঠক চলাকালীনই কেষ্টকে দলনেত্রী ফোনও করেছিলেন। এদিনের আলোচ্যসূচিতে অনুব্রত মণ্ডলের পূর্বনির্ধারিত কর্মসূচি তিনটি মহকুমায় মহা মিছিলের অনুমোদনও দেয় কোর কমিটি। যা নিয়ে বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠেছিল, কেন কোর কমিটির সিদ্ধান্ত ছাড়াই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিধানসভার ডেপুটি স্পিকার তথা তৃণমূলের জেলার কোর কমিটির চেয়ারপার্সন আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনুব্রত মণ্ডল আগেই ঘোষণা করেছিলেন তিনটি মহকুমা বড় মিছিল হবে। তাঁর ঘোষিত কর্মসূচিকে মান্যতা দিয়েছে কোর কমিটি।দলের আর কোনও বিভাজন নেই। বৈঠকে সম্মিলিত ভাবে যে সিদ্ধান্ত হবে, সেইমতোই জেলায় দল চলবে।সমাজমাধ্যমে কারও কোনও অনুগামী যদি বিভাজনমূলক কিছু পোস্ট করেন, সে ক্ষেত্রে আইনি পদক্ষেপ করা হবে দলগত ভাবে।” এদিনের বৈঠকে ৯ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন না রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আশীষ বন্দ্যোপাধ্যায় আরো জানান,”শতাব্দী দিল্লিতে রয়েছেন। চন্দ্রনাথ অন্য একটি বৈঠকের কারণে বাইরে থাকায় যোগ দিতে পারেননি।” অন্যদিকে কাজল শেখ বলেন, “কোনও বিভ্রান্তি বা বিভাজন নেই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো কোর কমিটিই দল পরিচালনা করবে। আমাদের নেত্রী যা নির্দেশ দিয়েছেন, তার বাইরে কিছুই হবে না। আগামী দিনে কোর কমিটির নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে বীরভূমের সব ক’টি আসনে আমরা জিতব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *