
সেখ রিয়াজুদ্দিনঃ
যাত্রী বোঝাই বাসের ছাদে অবৈধভাবে কয়লা পরিবহনের সময় চালক, কন্ডাক্টর সহ বাস আটক। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ রাজনগর ব্লকের চন্দ্রপুর এলাকায়। রাজনগর সিউড়ি ভায়া চন্দ্রপুর থানার উপর দিয়ে যাত্রী বোঝাই বাসের ছাদে অবৈধভাবে কয়লা পরিবহন করা হচ্ছে। এরূপ গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে রাজনগর-সিউড়ি পিডব্লিউডি রোডের চন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি যাত্রীবাহী বাসে (ডাব্লিউ জি এইচ ৮৫৪৮) অভিযান চালানো হয়। বাসটি রাজনগর থেকে সিউড়ি অভিমুখে যাচ্ছিল। তল্লাশির সময় ৪০ কেজি করে ৩০ বস্তা অবৈধ কয়লা উদ্ধার করা হয় যা বাসের ছাদে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়। পুলিশ জিজ্ঞাসাবাদের সময় চালক এবং কন্ডাক্টর উভয়ই কয়লার পক্ষে কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বাস সহ তাদের আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদে উভয়েই স্বীকার করেছেন যে তারা প্রতিদিন রাজনগর থেকে সিউড়ি/সাঁইথিয়ায় অবৈধ কয়লা পরিবহন করছেন। রাজনগরের একজন ব্যক্তি যিনি প্রতিদিন এই ধরনের অবৈধ কয়লা পরিবহন পরিচালনা এবং সরবরাহ করেন বলে পুলিশ জানতে পারে। বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আটককৃত বাসের চালক, কন্ডাক্টর সহ কয়লা বোঝাই বাসটি চন্দ্রপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে চন্দ্রপুর থানার ওসি কে যথাযথ আইনের অধীনে মামলা শুরু করার নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
