
উত্তম মণ্ডলঃ
অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পূণ্যভূমিতে সৌরভ গাঙ্গুলী পা রাখলেন। যদিও আগে আসার কথা ছিল কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার দিন তারিখ বদলাচ্ছিল। অবশেষে তিনি বোলপুরের লাল মাটিতে পা রাখলেন। রবিবার, ১৮ মে ২০২৫, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বোলপুরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বোলপুর পুরসভা, বীরভূম জেলা ক্রীড়া সংস্থা এবং বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ডাকবাংলো স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৌরভের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বোলপুরের মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন, কখন মহারাজ আমাদের বোলপুরের আসবেন। মহারাজ তার সময় মত বোলপুর এসে পৌঁছান বোলপুর ডাকবাংলা স্টেডিয়াম মাঠে। মাঠে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সৌরভ গাঙ্গুলী ও অন্যান্য অতিথিরা। সৌরভ গাঙ্গুলী বলেন, “এই প্রথম বোলপুরে এলাম। এখানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও সামগ্রিক পরিবেশ দেখে মুগ্ধ”। তিনি বোলপুরের সাংসদ অসিত মালকে স্টেডিয়াম উন্নয়নের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুরে একটি ক্রিকেট কোচিং সেন্টার স্থাপনের জন্য সৌরভের কাছে অনুরোধ করেন। সৌরভ এই বিষয়ে আশ্বাস প্রদান করেন। সৌরভ গাঙ্গুলির এই সফর শুধু ক্রীড়াজগতের জন্য নয়, বোলপুরের সংস্কৃতি এবং মানুষের আত্মিক সংযোগকেও আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। তার এই সফর ভবিষ্যতে বোলপুরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
