সাহিত্য অকাদেমির উদ্যোগে বিদ্যানিবাস মিশ্রর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিল্লিতে দুদিনের আলোচনাসভা

মেহের সেখঃ

১৮ জুন বুধবার সাহিত্য অকাদেমির উদ্যোগে সাহিত্য অকাদেমির প্রধান কার্যালয় নয়া দিল্লির রবীন্দ্র ভবনে অকাদেমির সভাকক্ষে পণ্ডিত বিদ্যানিবাস মিশ্রর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুদিনের (১৮ ও ১৯ জুন) আলোচনাসভার শুভারম্ভ করা হয়। উক্ত সেমিনার উদ্বোধন করতে গিয়ে প্রখ্যাত আলোচক তথা সাহিত্য অকাদেমির প্রাক্তন অধ্যক্ষ বিশ্বনাথ প্রসাদ তিওয়ারী বলেন বিদ্যানিবাস মিশ্র সুন্দর নিবন্ধকার রূপে বিখ্যাত ছিলেন এবং তাঁর কাজের পরিধি ব্যাপক বিস্তৃত ছিল। তাঁর লেখার কেন্দ্র বিন্দুতে সর্বদা ভারতীয়তা লক্ষ্য করা যায়। উক্ত কার্যক্রমের অধ্যক্ষ এবং সাহিত্য অকাদেমিরও অধ্যক্ষ মাধব কৌশিক বলেন পুরো ভারত যখন ফ্রয়েড এবং মার্ক্স এ মেতেছিল তখন যে দু চার জন লোক ভারতীয়তা বজায় রেখেছিলেন তাঁদের মধ্যে অগ্রণী ভূমিকায় ছিলেন বিদ্যানিবাস মিশ্র। তিনি আরও বলেন ভারতীয়তা কী সেটা বুঝতে হলে অবশ্যই বিদ্যানিবাস মিশ্রকে বুঝতে হবে। কার্যক্রমের শুরুতেই সাহিত্য অকাদেমির সচিব ড. কে. শ্রীনিবাস রাও স্বাগত বক্তব্য রাখেন এবং বিদ্যানিবাস মিশ্রর ব্যক্তিত্ব ও কৃতিত্ব নিয়ে কথা বলেন। এরপর বিদ্যানিবাস মিশ্র নিয়ে কথা বলেন সাহিত্য অকাদেমির উপাধ্যক্ষ ও মহাত্মা গান্ধী অন্তরাষ্ট্রীয় হিন্দী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুমুদ শর্মা, সাহিত্য অকাদেমির হিন্দী পরামর্শ বিভাগের সংযোজক গোবিন্দ মিশ্র, হিন্দী ভাষার প্রখ্যাত সাহিত্যিক গিরীশ্বর মিশ্র। এদিনের প্রথম অধিবেশনে ‘সুন্দর নিবন্ধকার এবং সম্পাদক রূপে বিদ্যানিবাস মিশ্র’ শীর্ষক আলোচনাচক্রে অধ্যক্ষতা করেন শ্যাম সুন্দর দুবে এবং চন্দ্রকলা ত্রিপাঠী ও দয়ানিধি মিশ্র নিজেদের লেখা পাঠ করে শোনান। কার্যক্রমের শেষে বিদ্যানিবাস মিশ্রকে নিয়ে সাহিত্য অকাদেমির দ্বারা নির্মিত চিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য অকাদেমির উপসচিব ড. দেবেন্দ্রকুমার দেবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *