
সেখ রিয়াজুদ্দিনঃ
বালি কয়লা গরু গাঁজা সহ বিভিন্ন দিক দিয়ে রামপুরহাট এলাকা যেন পাচারকারীদের করিডোর হয়ে উঠেছে। তাইতো রামপুরহাট থানার পুলিশের হাতে পাচার করার সময় বেশিরভাগ ক্ষেত্রে পাচারকারীরা মাল সহ ধরা পড়ছে। সেরূপ গাঁজা পাচারের আগাম খবর গোপনসূত্রে জানা মাত্রই তৎপর হয়ে ওঠে রামপুরহাট থানার পুলিশ। সেই মোতাবেক স্থানীয় থানা এলাকার চারিদিকে পুলিশের জাল বিস্তার করে দেওয়া হয়। সেই হিসেবে রাস্তার উপর তল্লাশি অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ। পিকআপভ্যান, গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সাথে ৩ জন গাঁজা পাচারকারীকেও গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে । বীরভূমের রামপুরহাট থানার নিউটাউনের কাছে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর তল্লাশি অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে রামপুরহাট থানার পুলিশ। পিকআপভ্যানটি জলপাইগুড়ি দিক থেকে আসছিল বলে পুলিশ জানতে পারে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারকারীদের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করে। এলাকায় মাদক পাচারকারীদের সাথে যোগাযোগ রয়েছে কিনা সে সমস্ত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধৃতদের শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য ইতিপূর্বে বেশ কয়েকবার গাঁজা সহ পাচারকারীরা ধরা পড়ে রামপুরহাট থানার পুলিশের হাতে বলে জানা যায়।
