
শম্ভুনাথ সেনঃ
বীরভূমে গরু পাচার কাণ্ড নিয়ে বহু মামলা সংঘটিত হয়েছে। এই ঘটনায় দু বছর তিহার জেলে বন্দী ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও তিনি বর্তমানে তিহার জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমের রাজনীতিতে পুনরায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। অনেকেই ধরা পড়লেও সম্পূর্ণ থেমে যায়নি গরু পাচার। গতকাল রাতের বেলায় বীরভূমের মুরারই লাগোয়া দুলান্দি চেকপোষ্টে নাকা চেকিং করার সময় মুরারই থানার পুলিশ একটি গরু পাচার চক্রের দুই পান্ডাকে হাতেনাতে ধরে ফেলে। একটি লরিতে ১৫ টি গরু ভর্তি করে ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদ নিয়ে যাচ্ছিল। গরু সহ গাড়িটিকে আটক করে পুলিশ। যে দুজন গাড়িতে ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের একজনের নাম সালাউদ্দিন আনসারী এবং আরেক জনের নাম মেহেবুব আনসারী এদের দুজনের বাড়ি ঝাড়খণ্ডে গোড্ডা। আজ ২১ জুন ধৃত দুজনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
