একযোগে চতুর্দিকে অভিযান চালিয়ে অবৈধ মদ সহ তিন ব্যক্তি ধৃত লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূমের লোকপুর থানার পশ্চিম সীমান্তে ঝাড়খণ্ডের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রাম থেকে অবৈধভাবে মদ পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজন পাচারকারীরা লোকপুর থানা এলাকার মধ্যে ঢুকছে। এরূপ তথ্য গোপন সূত্রে পাওয়া মাত্রই লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি টহলরত মোবাইল ভ্যান সহ অন্যান্য গাড়ি ও পুলিশ দিয়ে ঝাড়খণ্ডের মুড়াবেড়িয়া সীমান্তবর্তী লোকপুর থানার বিভিন্ন রাস্তায় বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেন। সেই মোতাবেক পুলিশ ফাঁদ পেতে পৃথক পৃথক তিনটি জায়গা থেকে অবৈধ মদ সমেত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় একটি সাইকেল সহ। জানা যায় শুক্রবার রাতের দিকে একযোগে চতুর্দিকে অভিযান চালাতেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে। এএসআই নয়ন ঘোষ স্থানীয় থানার ভাদুলিয়া গ্রামের সুকুমার ডোম নামে এক ব্যক্তিকে নাইলন থলের মধ্যে থাকা ১৫ লিটার চোলাই সহ আটক করা হয় বারাবন জঙ্গল মোড়ে। দেবাশীষ ডোম নামে ভাদুলিয়া গ্রামের অপর এক ব্যাক্তিকে ভাড্ডি ফুটবল ময়দান থেকে ১৫ লিটার চোলাই সহ আটক হয় এএসআই আনোয়ার ফারুক খানের হাতে। অন্যদিকে রুপুষপুর গ্রামের বামাচরন বাগ্দী সাইকেল সহযোগে যাবার পথে ২২ লিটার চোলাই সহ খড়িকাবাদ মোড়ে ধরা পড়ে এএসআই অরূপ কুমার দাসের হাতে। শনিবার ধৃতদের দুবরাজপুর আদালতে হাজির করানো হয় লোকপুর থানার এসআই প্রবীর কুমার মন্ডলের তত্তাবধানে। ধৃতদের সকলকে জেল হেফাজতের নির্দেশ দেয়া হয়েছে বলে সূত্রের খবর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *