মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে বীরভূমের ইলামবাজারে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সংবর্ধনা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার ব্লকে “বলাকা” অনুষ্ঠান ভবনে আজ ২১ জুন ইলামবাজার সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ২০২৫ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন সরকারি প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে সংবর্ধনা প্রদান করা হয়।উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কৃতি ছাত্র-ছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ,ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার,পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মুর্মু প্রমুখ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল এবারের মাধ্যমিক পরীক্ষায় ব্লকের প্রথম স্থান অধিকার করেছে। যেখানে ২৪ টি ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৪ জন সফল হয়েছে। অপরদিকে উচ্চ মাধ্যমিকে চুনপলাশী উচ্চ বিদ্যালয় ব্লকের প্রথম স্থান অধিকার করেছে, যেখানে ৭৩ জন ছাত্রছাত্রীদের মধ্যে ৭৩ জন সফল হয়েছে। এছাড়া এদিন পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রকে ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়। ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের নিরিখে তাদের হাতে স্মারক সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *