আ্যম্বুলেন্স পরিষেবার উদ্বোধন বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর নাগরিক সমিতির পরিচালনায় আজ ২১ জুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হলো। উদ্বোধন করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এদিন দুবরাজপুর মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে বিকেল চারটেয় এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক সহ নাগরিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ এস.পি. মিশ্র, সদস্য কিশোর কুমার আগরওয়াল, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের শীর্ষসেবক স্বামী অশেষানন্দ মহারাজ ওরফে রাজু মহারাজ, মাদৃক সংঘ ক্লাবের সদস্যবৃন্দ সহ দুবরাজপুরের নাগরিকবৃন্দ। উল্লেখ্য, স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহার ব্যবস্থাপনায় ভারত সরকারের ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেড সংস্থা নর্থ কলকাতা জনহিত সংকল্পের তত্ত্বাবধানে এই আ্যম্বুলেন্স প্রদান করা হয়। পরিচালনা ও পরিষেবার দায়িত্বে থাকবেন দুবরাজপুর নাগরিক সমিতি। নির্দিষ্ট পরিষেবা ভাড়া দিয়ে এলাকার মানুষ এই অ্যাম্বুলেন্স পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে নাগরিক সমিতির পক্ষ থেকে জানানো হয়। এদিন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক নূপুর চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *