নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
আজ শনিবার ২১ জুন বিশ্ব যোগা দিবস।এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সিউড়িতে বিশ্ব যোগা দিবস পালন করা হয়। ২০১৪সালে জাতিসংঘের অনুমোদনের পর থেকে সারা বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। যোগাভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখে। প্রায় ৫০০০বছর আগে যোগাভ্যাসের উদ্ভব হয় ভারতে। মহর্ষি পতঞ্জলিকে যোগের জনক বলা হয়। তিনি যোগের ১৯৫টি সূত্রকে সংকলন করেছিলেন। তিনি তার যোগসূত্রে যোগের বিভিন্ন দিকগুলিকে পদ্ধতিগত ভাবে সংকলন ও পরিমার্জিত করেছিলেন। আর মিরা আলফাসা ছিলেন একজন ফরাসি -ভারতীয় যোগ মাতা। এই দুজন প্রাচীন ভারতের যোগাশন চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আজ সেই যোগাকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে পালন করা হলো বিশ্ব যোগা দিবস। সকালে সিউড়ির ডি এস এ মাঠে মিলন যোগা অ্যান্ড ফিটনেস সেন্টারের উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। সেখানে যোগ প্রশিক্ষক মিলন মন্ডলের প্রশিক্ষণে প্রায় দেড় শতাধিক ছাত্র ছাত্রী যোগাসনে অংশগ্রহণ করে। বিদ্যাসাগর কলেজের এন এস এস এর পক্ষ থেকে ও বিদ্যাসাগর কলেজে এদিনটি পালন করা হয়।সিউড়ির সিধু কানহু মঞ্চে বীরভূম যোগা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে ও এদিন এই দিনটি পালন করা হয়। এখানে বীরভূম যোগা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর শিক্ষার্থীরা যোগ প্রশিক্ষক শুভজিৎ দাসের তত্বাবধানে যোগাসন প্রর্দশণ করে।


সিউড়ি, রামপুরহাট, বোলপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাব, নানা সংগঠনের আয়োজনে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন বহু মানুষ। জেলার দুবরাজপুর শাখার রামদেবজী প্রাণায়াম সেন্টারের পক্ষ থেকেও আজ যোগ দিবস পালিত হয়। ২০০৬ সাল থেকেই বিনামূল্যে এই সেন্টার এলাকার মানুষের সুস্থতার জন্য তারা যোগচর্চা চালিয়ে যাচ্ছেন। আজ ৪০ জন মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যোগ শিক্ষিকা মীরা চ্যাটার্জী তাদের যোগ শিক্ষা দেন। অপরদিকে ১১ তম এই বিশ্ব যোগ দিবস বেশ উৎসাহের সঙ্গেই পালন করে বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। কদিন আগে থেকেই মহড়া নেওয়ার পর আজ বিদ্যালয় অঙ্গনে
বিভিন্ন ধরনের যোগ প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা। রোহিত সেখ, অর্ণব ভাণ্ডারী, অরণ্য কোনায়, শুভজিৎ চক্রবর্তী, শৌভিক মণ্ডল, শুভজিৎ পাল, আফরিন খাতুন, জুলেখা খাতুন, তিয়াসা পাল, সায়েদা খাতুন, দেবস্মিতা দে এইসব ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সামনে শরীরের নানা কৃৎ কৌশল প্রদর্শন করে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই। প্রতি বছর এই ২১ জুন বিশ্ব যোগ দিবস পালন করা হয় উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে। এই দিনটিকে ঘিরে আজ সকাল থেকেই ভীষণ খুশি ছিল কচিকাঁচার দল। আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের সামনে বক্তব্য তুলে ধরেন।

