বিশ্ব সঙ্গীত দিবস পালিত হলো সিউড়িতে

দীপককুমার দাসঃ

আজ বিশ্ব সঙ্গীত দিবস। এদিন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী অলোকা গাঙ্গুলীর উদ্যোগে অন্যন্য বারের মতো সিউড়ির ডিআরডিসি হলে অনুষ্ঠিত হলো বিশ্ব সঙ্গীত দিবস। সঙ্গীত হল একটি বিশ্বজনীন ভাষা যা সংস্কৃতি ও সময়ের সীমানায় দাঁড়িয়ে মানুষকে একত্রিত করে। এটা এমন একটা শিল্প যা সুর, তাল, লয়ের মাধ্যমে শব্দকে বিন্যস্ত করে শ্রুতিমধুর করে তোলে। ১৯৮০সালের ২১ জুন থেকে বিশ্ব সঙ্গীত দিবস উৎযাপন শুরু হয়। সঙ্গীত দিবস উপলক্ষ্যে সিউড়ির বর্ষীয়ান সঙ্গীত শিল্পী অলোকা গাঙ্গুলীর উদ্যোগে ২০১০সাল থেকে বিশ্ব সঙ্গীত দিবস উৎযাপিত হচ্ছে। এদিন সিউড়ির ডি আর ডি সি হলে এই উপলক্ষ্যে সিউড়ির ১১টি সঙ্গীত দলকে নিয়ে সঙ্গীত, নৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, বীরভূম মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়। অনুষ্ঠানের উদ্যোক্তা ৭২বছরের অলোকা গাঙ্গুলী জানান, দীর্ঘ ১৫বছর ধরে নিজের ইচ্ছে ও উদ্যোগে এই বিশ্ব সঙ্গীত দিবস পালন করা হয়েছে। এবছরও আয়োজন করেছি বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের। মূলতঃ নিজের ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে। সামান্য কিছু সাহায্য করেছে সিউড়ি পৌরসভা ও বীরভূম জেলা পরিষদ। সঙ্গীত আমার জীবনের প্রাণ, জীবনের ভালোবাসা। তাই যতদিন বেঁচে থাকবো সঙ্গীত নিয়েই বেঁচে থাকতে চাই। এদিন সিউড়ির ডি আর ডি সি হলে সঙ্গীত প্রেমীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *