
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের চাতরা গণেশলাল হাইস্কুলের নিজস্ব সম্পত্তি রক্ষায় এগিয়ে এলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের উত্তর পূর্ব কোণের পুকুর পাড়ে লাগানো গাছ জনৈক ব্যক্তি কেটে নিয়ে যায়। এই ঘটনা বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের জ্ঞাপন করা সত্ত্বেও কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। শেষ পর্যন্ত শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ যৌথ স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র স্থানীয় মুরারই ১ নম্বর ব্লকের বিডিওর কাছে প্রদান করেন। সরেজমিনে তদন্ত এবং সেই সঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা যৌথভাবে আবেদন জানিয়েছেন।


ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম