সন্তোষ পালঃ
ডেভালপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার সংস্থার উদ্যোগে ১৬৭ তম হুল দিবস পালিত হল আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোহালিয়াড়া পঞ্চায়েতের আসানশুলি খেলার মাঠে। এদিন উপস্থিত ছিলেন গোয়ালিয়ারা পঞ্চায়েতের উপপ্রধান অরুন দাস রাজ্য আদিবাসী কোড়া সমাজকল্যাণ সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বনাথ কোড়া, রাজ্য আদিবাসী কোড়া সংগঠনের সদস্য উত্তম কুমার কোড়া, সমাজ সেবী গোঁসাই হেমব্রম, সংস্থার সদস্যা মিলি দত্ত, সদস্য জারিফ হোসেন খান সহ অন্যান্যরা। এদিন প্রথমে সিধু-কানুর প্রতিকৃতি ও প্লাকার্ড নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পরে হুল বিদ্রোহের দুই নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিগণ। হুল বিদ্রোহে সিধু-কানুর গুরুত্ব তুলে ধরেন অতিথিবৃন্দ। সারাদিন ব্যাপী সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, তীরন্দাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমস্ত কিছুর সংমিশ্রণে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। এই অনুষ্ঠান প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করে বি এম জেড সংস্থা এবং সহ অর্থায়নে ছিল নেটজ্ বাংলাদেশ। সংস্থার পক্ষ থেকে সুপ্রিয় ব্যানার্জী বলেন আজ ৩০শে জুন। ১৬৭ তম হুল দিবস পালিত হল সারাদিন ব্যাপী।