হুল দিবস পালিত হলো রাজনগরে

উত্তম মণ্ডলঃ

১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ জুন আজকের দিনে তদানীন্তন বিহারের দুমকার কাছে ভগ্নাডিহি গ্রাম থেকে সিধু মুরমু ও কানু মুরমু নামে দুই সাঁওতাল আদিবাসী ভাইয়ের নেতৃত্বে ব্রিটিশ সরকার এবং দেশীয় অত‍্যাচারী জমিদার, সুদখোর মহাজনদের শোষণের বিরুদ্ধে শুরু হয়েছিল এক ঐতিহাসিক গণ-সংগ্রামের, যার নাম “হুল বিদ্রোহ।” ব্রিটিশ সরকার কঠোর হাতে দমন করে এই বিদ্রোহ। সিধু-কানুকে ফাঁসিতে ঝোলানো হয়। রাজনগর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেই ঐতিহাসিক হুল বিদ্রোহের স্মৃতিকে স্মরণ করা হলো। রাজনগর ব্লকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনগর বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ‍্যক্ষ সুকুমার সাধুসহ বিভিন্ন বিশিষ্টজনেরা। সিধু-কানুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর আদিবাসী সমাজের বিশিষ্টজনদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *