
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের রামপুরহাট -১ নম্বর ব্লকের চাপাইপুর গ্রাম থেকে প্রায় ৭০ জন বিজেপি কর্মী সমর্থক বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সদ্য বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়। সেই সাথে উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিহার মুখার্জি, পম্পা মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। রাজ্যের ডেপুটি স্পিকার তথা বিধায়ক ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় এখ সাক্ষাৎকারে জানান অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইছে সেগুলো আগামী দিনে যোগদান করানো হবে। আজকে ৭০ জন চাকায়পুর গ্রাম থেকে বিজেপি কর্মী সমর্থক গন মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদেরকে সাদরে গ্রহণ করা হয়েছে।
