
শম্ভুনাথ সেনঃ
আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস হিসেবেও দিনটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে। আর এই দিনটিতে এক অবৈধ মদ কারবারী ব্যক্তিকে আটক করে রামপুরহাট আদালতে পাঠালো বীরভূমের পাইকর থানার পুলিশ। ওই ব্যক্তির নাম সুভাষ পটু রবিদাস। বয়স ৪০। বাড়ি বীরভূমের পাইকর থানার নরোত্তমপুর গ্রামে। গতকালই সন্ধ্যায় নরোত্তমপুর গ্রাম থেকে ২৩ লিটার অবৈধ মদ সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। যার কেস নাম্বার ৩৩৯/২৫, তারিখ ২৫.০৬.২০২৫, U/S.46 (A)(c) B.E.Act। সেই সঙ্গে কিছু ওই ব্যক্তির কাছে বিদেশী মদের বোতল তার কাছে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছেন।
ছবি: দীপু মিঞা, মুরারই, বীরভূম