নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
২৬ জুন দিনটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে চিহ্নিত। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস হিসেবেও দিনটি যথাযথ মর্যাদায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আজ ২৬ জুন দিনটি যথাযথ মর্যাদায় পালন করে মুরারই থানার পুলিশ। বীরভূমের মুরারই অক্ষয়কুমার ইনস্টিটিউটশনের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে ড্রাগের কুফল সম্বন্ধে একটি আলোচনার শিবির অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সভাকক্ষে। সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেদেরকে সাবধানে থাকতে হবে সেই সঙ্গে বাল্যবিবাহ রোধে কিভাবে পুলিশ প্রশাসনের সাহায্য পাওয়া যায় সেই সম্পর্কে বক্তব্য তুলে ধরেন মুরারই থানার ওসি শামসের আলী। উৎসাহের সঙ্গে মনোগ্রাহী এই আলোচনায় ছাত্র-ছাত্রীরা আজ এই দিবস পালনে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

আন্তর্জাতিক ড্রাগস বিরোধী ও চোরাচালান রোধ দিবস ২০২৫ উপলক্ষে আজ ২৬ জুন ওয়েবমিনার আয়োজন করা হয় বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র মহাবিদ্যালয়ে। এদিন আন্তর্জাতিক ড্রাগস বিরোধী ও চোরাচালান রোধ দিবস উপলক্ষে জনসাধারণ, বিশেষত যুব সমাজকে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই বিশেষ ওয়েবমিনারের আয়োজন। এই অনুষ্ঠানটির আয়োজন করে ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসি সিউড়ির অধীনস্থ ৩ নম্বর কোম্পানি, কৃষ্ণচন্দ্র কলেজ এনসিসি ইউনিট। ওয়েবমিনারটির মুখ্য পৃষ্ঠপোষক ছিলেন ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসি সিউড়ির কমান্ডিং অফিসার কর্নেল এস. এস. রায়। এছাড়াও কৃষ্ণচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ গৌতম চ্যাটার্জী অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন কোম্পানি কমান্ডার মেজর ডঃ আর.কে. বিশ্বাস। এই ওয়েবমিনারে শতাধিক এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে। মূল লক্ষ্য ছিল মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিয়ে সমাজে সুস্থ, স্বাভাবিক এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা ও তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করাই ছিল এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে ক্যাডেটদের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত হয়। ক্যাডেটরা ওয়েবমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে সমাজের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেবে। এতে করে মাদকবিরোধী জাতীয় আন্দোলনকে আরও সুসংহত এবং কার্যকর করা সম্ভব হবে। উল্লেখ্য, এনসিসি ইউনিট সবসময় সমাজের কল্যাণে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এই ওয়েবমিনার তারই একটি অংশ।এই প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুস্থ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পক্ষে একটি জরুরী পদক্ষেপ।

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযথ ভাবে পালন করা হয়। সেরূপ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বীরভূম সাইবার ক্রাইম থানার উদ্যোগে সিউড়ি হাটজনবাজারে রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মাদকের নেশা সর্বনাশা।এই নেশার প্রকোপ থেকে যুবসমাজ সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের সজাগ করা প্রয়োজন। দিন দিন নেশার প্রবনতা বাড়ছে। নেশার খরচ জোগাড় করতে না পেরে অনেকক্ষেত্রে চুরি ছিনতাই এর দিকে ঝুঁকে পড়ছে। যার প্রেক্ষিতে নেশাগ্রস্ত ব্যাক্তির পরিবারের পাশাপাশি পাড়াপড়শি ও তিতিবিরক্ত হয়ে ওঠে। তাই “মাদকের বিরুদ্ধে হয় সচেতন, বাঁচায় প্রজন্ম- বাঁচায় জীবন”। পাশাপাশি বর্তমান ইন্টানেট যুগের স্কুল পড়ুয়ারা বিভিন্ন ভাবে মোবাইলের মাধ্যমে প্রলোভনের ফাঁদে পা দিয়ে পাচার হয়ে যাচ্ছে। বিভিন্ন অপরাধের শিকার হচ্ছে।ফেসবুক ও ইনস্ট্রাগ্রামের চক্রে জড়িয়ে পাচার ও আইনি অপরাধ কার্যকলাপের ক্ষেত্রে ও জড়িয়ে পড়ছে। এই বিষয়ে সকলকে সচেতন থাকা দরকার। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিকের নির্দেশ অনুসারে উপস্থিত ছিলেন অধিকার মিত্র মহম্মদ রফিক, সাইবার ক্রাইম থানার এএসআই আশিস কুমার মন্ডল ও সাইবার কমান্ডার অভিজিৎ দাঁ, স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগন।

বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকরতলা থানার ব্যবস্থাপনায় ২৬ জুন বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করা হয়। পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি পদযাত্রায় পা মেলায় হজরতপুর হাইস্কুলের পড়ুয়ারা। মাদকের বিরুদ্ধে হয় সচেতন, বাঁচায় প্রজন্ম- বাঁচায় জীবন। জীবন একটাই- তাকে ভালোবাসুন, ড্রাগস থেকে বিরত থাকুন। এরূপ নানান ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার সহযোগে হজরতপুর বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে সচেতনতার বার্তা দেওয়া হয়। উল্লেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। সেই হিসেবে এদিনের এই কর্মসূচি বলে জানা যায়।

