
শম্ভুনাথ সেনঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বীরভূমেও বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টির দরুন দামোদর, অজয় প্রভৃতি নদীতে জলস্রোত বেড়েছে। বীরভূমের অজয় নদের জলস্রোত বিপদসীমার ওপরে ফেরিঘাটের রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে।সাধারণ মানুষ জানিয়েছে নদীর জল বেড়ে যাওয়ার ফলে রাস্তার বেহাল অবস্থা।তাই তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষ তরফ থেকে সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করে সম্পূর্ণরূপে সমস্ত যান চলাচল এবং যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়। তবে নদীর জল কমে গেলেই আবার পুনঃরায় এই রাস্তার মেরামতের কাজ শুরু হবেবলে প্রশাসন সূত্রে খবর।উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। ফেরিঘাটের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাঁদের কপালে চিন্তার ভাঁজ।এই ফেরিঘাট দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী, রুগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত করেন।তবে সুখের কথা এই অজয় নদের উপর স্থায়ী সেতুর প্রায় ৯০ শতাংশ নির্মাণ হয়ে গেছে। শুধু চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কেন্দুলীর এই কজওয়ে একমাত্র ভরসা।
