
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত সমিতি জয়দেব-কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অপুষ্ঠ শিশুদের সুস্বাস্থ্য গড়ে তোলার লক্ষ্যে ২৮ জুন পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করা হয়। জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই প্রথমবার অঞ্চলের সমস্ত আশা কর্মীদেরকে নিয়ে পঞ্চায়েতের সভাকক্ষে এলাকার অপুষ্ট শিশুদেরকে তুলে দেওয়া হয় পুষ্টিকর খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস, স্থানীয় সদস্যবৃন্দ, আশা কর্মীরা এবং সাধারণ মানুষজন। ইলামবাজার পঞ্চায়েত সমিতি ও জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের এমন সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ। রঘুনাথপুর, জনুবাজার প্রভৃতি গ্রামের শিশুদের জন্য এই পুষ্টিকর খাদ্য সামগ্রিক প্রদান করা হয় বলে স্থানীয় প্রধান জানিয়েছেন। শিশুদের এই পুষ্টিকর খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুবই খুশি ব্যক্ত করেন মায়েরা।