নারকীয় অত্যাচারে যুক্ত দুষ্কৃতীদের কঠোর শাস্তিমূলক দাবীতে মহিলা সংগঠনের বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান সিউড়ি থানায়

সেখ রিয়াজুদ্দিনঃ

গত ২৫ জুন কলকাতায় কসবা আইন কলেজের ক্যাম্পাসের ভিতরে আইনি বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল। ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামে বিভিন্ন রাজনৈতিক দল। সেরূপ এস ইউ সি আই কমিউনিস্ট পার্টি প্রভাবিত মহিলা সংগঠন এ আই এম এম এস এবং ছাত্র সংগঠন এ আই ডি ওয়াই ও এর পক্ষ থেকে শনিবার সিউড়ি থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়। এদিন মহিলা সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে, বর্বোরোচিত অত্যাচার এবং গণধর্ষণের যে ঘটনা ঘটেছে তা এক কথায় ভয়াবহ। এই পাশবিক অত্যাচারের নিন্দা জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। আর জি কর হাসপাতালের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শিকার ‘অভয়া’র অত্যাচারী, ধর্ষক এবং খুনিরা এখনও সাজা পায়নি। পুলিশ প্রশাসন, সিবিআই এমনকি বিচারব্যবস্থার উপর মানুষ আস্থা রাখতে পারছে না। তার ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে দৈনন্দিন। তাদের আরো অভিযোগ ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং ধর্ষণ, গণধর্ষণের ঘটনা এভাবে বাড়তে পারছে শাসক দলের আশ্রয় পুষ্ট দুষ্কৃতীরা প্রশাসনের শীর্ষস্তর থেকে শুরু করে প্রতিটি স্তরের পরোক্ষ ও প্রত্যক্ষ মদতেই। মুখে অপরাধীদের শাস্তির কথা বলা হলেও বাস্তবে তাদের আড়াল করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে গণরোষের হাত থেকে বাঁচানোর জন্য মাঝেমধ্যে গ্রেপ্তারের নাটক করা হচ্ছে। এই বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে আমরা এই নারকীয় অত্যাচারে যুক্ত দুষ্কৃতীদের কঠোর শাস্তি দাবী করছি। সেই সাথে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় নারী- শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দৃঢ়তর ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *