পঞ্চায়েত প্রধান সহ কর্মী-সদস্যরা ভাতার টাকায় অঙ্গনওয়াড়ি ও উপস্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সহ কর্মী সদস্যরা নিজেদের ভাতার টাকায় স্থানীয় পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি ও উপস্বাস্থ্য কেন্দ্র গুলিকে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন। জানা যায় স্থানীয় পঞ্চায়েত এলাকার মধ্যে অবস্থিত বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র গুলিতে বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম সামগ্রীর প্রয়োজন ছিল। বিষয়টি জানার পর তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা সূত্রধর সহ পঞ্চায়েতের কর্মী ও সদস্যরা কিছুটা হলেও সমস্যা দূরীকরণে এগিয়ে এসে নিজেদের মানবিকতার পরিচয় দিলেন। উল্লেখ্য নিজেদের ভাতার টাকা নিজেরা না নিয়ে সেই টাকা দিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র গুলির জন্য ওজন পরিমাপ ও ব্লাড প্রেশার মাপার যন্ত্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল-ডাল রাখার জন্য কিছু ড্রাম প্রদান করা হয়। তাঁতীপাড়া গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐসব কেন্দ্রের কর্মীদের হাতে সরঞ্জাম গুলি তুলে দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য কর্মী সদস্যদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনগরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ এলাকার বিশিষ্ট জনেরা। নিজেদের প্রাপ্য টাকায় এক অভিনব উদ্যোগ নিয়ে নজির সৃষ্টি করেছেন এবং এই ধরনের অভিনব উদ্যোগ তার প্রথম দেখা বলে মন্তব্য করেন বিডিও শুভাশিস চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *