সিউড়িতে আনন এর নাট্যোৎসব

দীপককুমার দাসঃ

সিউড়ি রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো দুদিনের আনন নাট্যোৎসব। জেলার অন্যতম নাট্যগোষ্ঠী আনন। দীর্ঘ দিন ধরে নাট্যচর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই আনন গোষ্ঠীর উদ্যোগে ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় সিউড়ি রবীন্দ্র সদনে শনিবার ও রবিবার এই দুদিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়। শনিবার আনন গোষ্ঠীর এক পুরস্কৃত নাট্যকার নাটক দিয়েই শুরু হয় নাট্যোৎসবের। সুব্রত নাগের লেখা ও উজ্জ্বল হকের নির্দেশনায় কুশীলবরা অনবদ্য অভিনয় করে মুগ্ধ করেন হলভর্তি দর্শকদের। এরপর মৃত্তিকা, কোচবিহার প্রযোজিত নাটক এলেবেলে মঞ্চস্থ হয়। ডঃ দেবলীনা বিশ্বাসের পরিচালনায় এই নাটকে বাবা মায়ের ডিভোর্স ও বাবা মায়ের পুনরায় অন্য জনের সঙ্গে নতুন সংসার তাদের সন্তানদের উপর কিরূপ প্রভাব ফেলে সেটা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়। রবিবার ইন্দ্রায়ুধ, কোচবিহার গোষ্ঠী ঋত্বিক ঘটকের জ্বালা নাটক মঞ্চস্থ করে।এই নাটকটির নির্দেশনায় ছিলেন অমিত ঘোষ। পরিশেষে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বোলপুর নাট্যসারথী গোষ্ঠী টহলদার নাটক মঞ্চস্থ করে।প্রদীপ পুরহিতের নির্দেশনায় কুশীলবরা নিজের চরিত্রগুলিকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন। দুদিনের এই নাট্যোৎসব এ উপস্থিত ছিলেন সংস্কৃতিপ্রেমী বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *