
শম্ভুনাথ সেনঃ
পুলিশি অভিযান এবং প্রশাসনিক তৎপরতায় অবৈধ পাথর বোঝায় ট্রাক্টর ধরা পড়ল বীরভূমের মুরারইতে। গতকাল ২ জুলাই রাত্রে মুরারই এক নম্বর ব্লকের বিএলআরও এর নেতৃত্বে ব্লক প্রশাসন এবং মুরারই থানা যৌথভাবে বিশেষ অভিযান চালায়। এলাকার বাজিতপুরের মাঠ থেকে কনকপুর মুরারই রাস্তার উপর ছয় খানা অবৈধ ওভারলোডিং পাথর বোঝায় ট্রাক্টর আটক করে। জানা গেছে এই ট্রাক্টর গুলির মধ্যে পাঁচখানা ঝাড়খন্ডের। যাদের বেঙ্গল এ চালাবার পারমিট ট্যাক্স নাই। ট্রাক্টরগুলির কোন রেজিস্ট্রেশন নাই, ছিল না নাম্বার প্লেট। অবৈধভাবে পাথর বোঝাই করে পাচার করার সময় বীরভূম প্রশাসন তাদের ধরে ফেলে।
ছবিঃ দিপু মিঞা, মুরারই; বীরভূম