আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উদযাপনে জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ ৩ জুলাই “আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস” উদযাপিত হয়। পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এবং এলাকার মানুষকে সচেতনতার বার্তা দিতে জয়দেব রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। পদযাত্রায় অংশ নেন জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা সেই সঙ্গে অগণিত সাধারণ মানুষজন। “প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন” এই স্লোগান দিয়ে এই পদযাত্রা গোটা বাজার পরিক্রমা করে। প্লাস্টিক দূষণ বিরোধী কর্মসূচিতে সাধারণ মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়া হয়। প্লাস্টিক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এবং সুস্থ পরিবেশ গড়ে তুলুন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়। পরিবেশকে দূষণমুক্ত করার জন্য এমনই পদক্ষেপ নেওয়া হয় বলে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *