আগামী ৯ জুলাই ধর্মঘটের সমর্থনে আজ মিছিল অনুষ্ঠিত হলো বীরভূমের রামপুরহাটে

শম্ভুনাথ সেনঃ

কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ব শিল্পে বেসরকারিকরণ বন্ধ, অবিলম্বে কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য আইন প্রনয়ণ এবং কৃষি বিপনন সংক্রান্ত জাতীয় পরিকাঠামো নীতি বাতিল করা সমকাজে সম বেতন, এমন বিভিন্ন দাবি সহ ডেউচা-পাঁচামী প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। এমন সব দাবিতে আগামী ৯ জুলাই ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে সিআইটিইউ সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও অন্যান্য গণসংগঠনগুলির আহ্বানে রামপুরহাটে আজ ৪ জুলাই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিল রামপুরহাট ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে রামপুরহাট পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সভায় সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা অমিতাভ সিং। সভায় সভাপতিত্ব করেন সঞ্জীব মল্লিক। সভায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে সিআইটিইউ নেতা অমিতাভ সিং বলেন ধর্ম জাতি ভাষার নামে শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে বিভাজনের চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে সমস্ত ক্ষেত্রের মানুষকে ঐক্যবদ্ধ করে আরো জোরদার লড়াই করার আহ্বান জানান তিনি। শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটের সফল রূপায়ণের লক্ষ্যে আজ এই মিছিল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সভার সভাপতি সঞ্জীব মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *