ঐতিহাসিক হুল দিবস উপলক্ষ্যে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা, লোকপুর এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

বর্তমান যুব সমাজ মোবাইলে ব্যতিব্যস্ত। মোবাইলের আশক্তিতে খেলাধুলা বা শরীরচর্চা থেকে একপ্রকার মুখ ফিরিয়ে নিয়েছে যুবসমাজ। সেই সমস্ত ঘটনার কথা মাথায় রেখে এবং ঐতিহাসিক হুল দিবস উপলক্ষ্যে বীরভূম জেলার লোকপুর থানার বাস্তবপুর ফুটবল মাঠে দুই দিবসের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ছিল চুড়ান্ত পর্যায়ের খেলা। ভারত জাকাত মাঝি পারগানা মহল ও খয়রাশোল মুলুক জুয়ৌন এর পরিচালনায় এবং গোক্যুয়েষ্ট সোল্যুশন প্রাইভেট লিমিটেড গঙ্গারামচক এ্যান্ড গঙ্গারামচক ভাদুলিয়া কোল মাইনের সৌজন্যে উক্ত খেলার আয়োজন। মহিলা ফুটবল বিভাগে ৬ টি দল এবং পুরুষ ফুটবল বিভাগে ৮ টি দলকে নিয়ে খেলার শুভসূচনা হয় শুক্রবার। শনিবার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ দলের চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় পশ্চিম বর্ধমান জেলার বাজারী এফ সি এবং বীরভূম জেলার এস এস বি পাঁচামী দল।অন্যদিকে মহিলা ফুটবল দলের মধ্যে আসানশোল মালবহাল এম এস সি বনাম নীলপুর স্পোর্টিং ক্লাব চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয়।মহিলা দলের চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী হয় এম এস সি মালবহাল আসানশোল ও বিজিত হয় নীলপুর স্পোর্টিং ক্লাব।পুরুষ ফুটবল দলের চূড়ান্ত পর্যায়ের খেলায় এস এস বি পাচামী ফুটবল দলকে হারিয়ে বাজারী এফ সি বিজয়ী ঘোষিত হয়। পুরুষ বিজয়ী দলকে ত্রিশ হাজার টাকা ও ট্রফি,বিজিত দলকে ২০ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।অন্যদিকে মহিলা বিজয়ী দলকে ১৫ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে ১০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।এছাড়াও ম্যান অফ দি সিরিজ,ম্যান অফ দি ম্যাচ,বেষ্ট প্লেয়ার,বেষ্ট গোলকিপারকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল মুলুক জুয়ৌন মুলুক মহলের সভাপতি রবিলাল হেমব্রম,লোকপুর থানার এ এস আই অরুপ কুমার দাস,জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়ার মেহতাব হোসেন,গোক্যুয়েষ্ট সোল্যুশন প্রাইভেট লিমিটেড এর লাইজিনিং অফিসার সন্দীপ দত্ত,প্রোজেক্ট কো অর্ডিনেটর বিধান চন্দ্র খাঁ, সমাজসেবী কাঞ্চন দে,মনোজ মন্ডল প্রমুখ ব্যাক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *