
সেখ রিয়াজুদ্দিনঃ
কয়লা পাচারের অভিনব ছক ধরা পড়েছে। এরপর গাঁজা পাচারের ক্ষেত্রে ও ফলের ট্রে ব্যবহার করার ছক ধরা পড়ে। এবার ফের নতুন কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে রামপুরহাট থানার পুলিশের হাতে ধরা পড়ে তিন ব্যক্তি। যা গাঁজা পাচার রোধে রামপুরহাট থানা পুলিশের আবারও বড়সড়ো সাফল্য বলে মনে করছেন। প্রচুর গাঁজা সহ তিনজন কে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে আনুমানিক ১২কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন আসামের বাসিন্দা। বাকি দুজনের বাড়ি নারায়ণপুর পঞ্চায়েতের তেঁতুল বাঁধি গ্রামের। পাচারকারীদের কৌশল তথা পুলিশের চোখে ধুলো দেওয়ার লক্ষ্যে লক্ষ্মী, গণেশ ও শিব ঠাকুরের ছবির মধ্যে গাঁজা ভরে পাচার করা হচ্ছিল বলে পুলিশের দাবি। স্থানীয় সূত্রে জানা যায়, তারা বাস সহযোগে রামপুরহাট বাসস্ট্যান্ডে নামে। তারপর সেখান থেকে অন্যত্র যাবার উদ্দেশ্যে রামপুরহাট মারগ্রাম মোড়ে দাঁড়িয়ে থাকে। এদিকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই মোতাবেক উক্ত তিনজনকে সন্দেহ হওয়ায় তাদের ব্যাগপত্র তল্লাশি চালিয়ে দেখেন উপরে শুধু ঠাকুর দেবতার ছবি। তারমধ্যেই আবার একটু নজর ঘোরাতে গিয়ে দেখতে পান যে সেই ছবির আড়ালে লুকানো রয়েছে প্রচুর পরিমাণে গাজা। সেই প্রেক্ষিতে পুলিশ তিনজনকে আটক করে। উল্লেখ্য ইতিপূর্বে ও বেশ কয়েক দফায় রামপুরহাট থানার পুলিশ গাঁজা সহ পাচারকারীদের গ্রেফতার করে। এতদসত্ত্বেও এলাকায় গাঁজা পাচার অব্যাহত। যা নিয়ে সকল স্তরে চিন্তার ভাঁজ।
